পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী মেলা সমাপ্ত –

- Update Time : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে রাজবাড়ী জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাত দিন ব্যাপি সুবর্ণ জয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে।
বুধবার বিকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহাবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, যুদ্ধকালিন কমান্ডার মহাসিন উদ্দিন বতু, সদর উপজেলার সাবেক কমান্ডার আব্দুল জলিলসহ অন্যান্যরা।
এবারের মেলায় প্রথম স্থান অধিকার করে জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর। পুরস্কার গ্রহণ করেন, জেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শহীদ নুর আকবর, যৌথ ভাবে দ্বিতীয় স্থান অর্জন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ও জেলা মৎস্য অধিদপ্তর। পুরস্কার নেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফুল হক এবং জেলা মৎস্য অফিসার মশিউর রহমান। তৃতীয় স্থান অর্জন করে জেলা গণপূর্ণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়