রাজবাড়ীর দাদশী ইউপির সাবেক মেম্বর মলমগীরের দাফন সম্পন্ন –

- Update Time : ০৯:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ৩১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন অাওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মোশারফ হোসেন মলমগীর (৫০) এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বিকালে দাদশীর সিঙ্গা-মোহাম্মদপুর গ্রামের মলমগীর মেম্বরের নিজ বাড়ীতে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফেজ মোঃ লোকমান হোসেন এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জানাযায় অংশ নেয়। মরহুমের জানাযা পড়ান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাঈদ অাহম্মেদ।
পড়ে জানাযা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থান এবং তার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এরঅাগে রোববার দিবাগত মধ্যরাতে স্টোক জনিত কারণে তিনি তার নিজ বাড়ীতে মারা যায়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
জানাগেছে, মোশারফ হোসেন মলমগীর দাদাশী ইউনিয়ন অাওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর। তিনি মাটির ব্যবসা করতেন এবং ব্যবসাজনিত কারণে তিনি কিছুদিন মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। গতকাল রাতে সিংগা নিজাতপুর বাজার থেকে স্থানীয়দের সাথে ব্যবসায়ীক অালোচনা শেষে বাড়ীতে গিয়ে খাওয়া দাওয়া করে। পরে তিনি তার স্ত্রী, সন্তানদের বলে তার ভাল লাগছে না। একা রুমে ঘুমাবেন। তখন পরিবারের সদস্যরা অন্য রুমে ঘুমাতে যায়। সকাল হলেও মলমগীরের ঘুম না ভাঙ্গায় ডাকতে গিয়ে দেখেন তিনি মৃত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়