রাজবাড়ী শহরে অগ্নিকান্ডে ৪ বসত ঘরসহ ৩০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি –

- Update Time : ০৯:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর সালামের ভাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসত ঘর ও সে সব ঘরে রক্ষিত মালামাল, নগদ টাকা, স্বার্ণালকারসহ ৩০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয়েছে।
জানাগেছে, আজ সোমবার বিকাল ৫ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট জনিত কারণে মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর সালামের ভাটা এলাকার বাবর আলী সরদারের বাড়ীতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাবর আলী ছেলে বাচ্চু সরদার, আমিন সরদার ও শামিম সরদারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। সে সব ঘরে রক্ষিত মালামাল, নগদ আড়াই লাখ টাকা, স্বার্ণালকারসহ ৩০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা দাবী করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব অফিসার বিল্লাল হোসেন খলিফা জানিয়েছেন, ৯৯৯ –এর সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়