রাজবাড়ীতে থেমে থেমে বৃষ্টি, বেড়েছে শীতল হাওয়া –

- Update Time : ০৭:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দিন ভর মেঘলা আকাশ, বিকালে থেমে থেকে বৃষ্টি। যার ফলে রাজবাড়ীর আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে, বেড়েছে শীতের প্রকপ। এর ফলে শ্রমিক, দিন মজুর ও খেটে খাওয়া মানুষ পরে অধিক দূর্ভোগে।
বৃষ্টির মধ্যে রবিবার বিকালে জেলা শহরের রেলগেট এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক ও বাজারের দোকান পাট গুলোতে জনমানুষের উপস্থিতি বেশ কম। বইছে কন কনে শীতল হাওয়া। ফুটপাতের দোকান গুলো ছিলো বন্ধ।
রিকশা চালক আব্দুল হাই জানিয়েছেন, সকালের দিকে একটু রোদের দেখা পাওয়া গেলেও প্রায় দিনভর আবহাওয়া মেঘলা ছিলো। তবে দুপুরের পর থেকে নেমেছে বৃষ্টি। সাথে ছিলো হালকা বাতাস। ফলে রিকশা চালানো ছিলো কঠিন। যে কারণে অনেকেই রিকশা চালানো বাদ দিয়ে বাড়ীতে ফিরে গেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়