পথে বসতে যাচ্ছে দশ ব্যবসায়ী ! রাজবাড়ী জেলা পরিষদে ঘুষ বাণিজ্যের অভিযোগ –

- Update Time : ০১:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দখল স্বত্ত থাকার পরও মোটা অংকের ঘুষ দিতে না পারায় রাজবাড়ী জেলা পরিষদের দোকান ঘরের জমি বহিরাগতদের লিজ প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করা হয়েছে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান এবং ওই কার্যালয়ের সার্ভেয়ার শাহ ইমরানের বিরুদ্ধে। লিজ বঞ্চিত দশ জন ব্যবসায়ী কর্তৃক রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে দাখিল করা ওই অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, লিজ না পাওয়া ব্যবসায়ীরা পথে বসে যাওয়ার চিন্তায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনপাত করছেন।
অভিযোগকারী ব্যবসায়ীরা হলো, উত্তম কুমার বিশ্বাস, মোঃ আবুল কালাম, জহিরুল ইসলাম, উজ্জ্বল কুমার সাহা, মোঃ হাসান শেখ, ফারুখ দেওয়ান, মধুসুদন, আলমগীর চৌধুরী, মোঃ নিজামউদ্দিন ও তালেব শেখ।
অভিযোগে বলা হয়েছে, রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ঐতিয্যবাহি দাদপুর বাজারে ৩টি দাগে জেলা পরিষদের ৫ হাজার ৪শ বর্গফুট জমি রয়েছে। যে জমি স্থানীয় বখতিয়ার খান ৬০ বছরের জন্য লীজ নিয়ে কিছু দোকান তৈরী করে তা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে স্বল্প টাকায় ভাড়া দেয়। সাম্প্রতিক সময়ে ওই মার্কেটটি একটি প্রসিদ্ধ ব্যবসায়ীক স্থান হিসেবে পরিচিত হতে শুরু করে। যা একটি কুচক্রি মহল সুকৌশলে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তাদের নজরে আনে। যার ফলে জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান ওই কুচক্রি মহলের সাথে যুক্ত হন এবং পরবর্তীতে জেলা পরিষদের পক্ষ থেকে বখতিয়ার খানের জমির লীজ বাতিল করা হয়। সেই সাথে ওই মার্কেটে ব্যবসা পরিচালনাকারীসহ অন্যাদের কাছে ওই জমির দোকানের পজিশন লীজ প্রদানের আবেদন আহবান করে। ওই মার্কেটের ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে জেলা পরিষদের কাছে স্ব স্ব দোকানের জমি লীজ পাবার জন্য আবেদন করেন। তবে জেলা পরিষদের সার্ভেয়ার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুকৌশলে প্রতিটি দোকানীর কাছে অতিরিক্ত হারে লাখ লাখ টাকা উৎকোচ দাবী করে। যে সব ব্যবসায়ীরা উৎকোচ প্রদান করেন নি জেলা পরিষদ থেকে তাদের লীজও প্রদান করা হয়নি। এমতাবস্থায় লিজ না পাওয়া ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছেন। তারা এখন উচ্ছেদ আতংকে ভুগছেন। ফলে গভীর চিন্তায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা দিনপাত করছেন।
এ বিষয়ে জানতে রাজবাড়ী জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরানকে একাধিকবার মোবাইল ফোন কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে রাজবাড়ীর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান জানিয়েছেন, বখতিয়ার খানের জমির লীজ বাতিল করা হয়েছে। তবে এ নিয়ে বখতিয়ার খান আদালতে মামলা দায়ের করেছেন। “তাহলে মামলা চলমান থাকা জমি কিভাবে অন্যরা লীজ পেলো”-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা তার জানা নেই। তিনি জেনে পরবর্তীতে জানাবেন। তবে শনিবারও তাকে একাধিকার ফোন করা হয়। যদিও তিনি আর ফোন রিসিভ করেন নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ব্যবসায়ীদের অভিযোগপত্র তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়