চা খাইয়ে দুই অটো চালককে হত্যা, গ্রেপ্তার ৫, রাজবাড়ীর এসপি’র ব্রিফিং –

- Update Time : ০৮:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার ও লুষ্ঠিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আশিক ওরফে আকাশ মাদবর, মোঃ রবিন হোসেন, মোঃ নিজাম উদ্দিন ওরফে সালমান, মোঃ আকরাম হোসেন, মোঃ সাদ্দাম হোসেন।
বুধবার বেলা সাড়ে ১১ টার রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, চলতি বছরের ২৬ জানুয়ারী জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় পৃথকভাবে দুই ব্যাক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যাক্তি মৃত্যুবরণ করে। পরবর্তীতে পৃথক দুইটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে নিয়ে ঢাকা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা থেকে ৩ জন এবং পাবানা থেকে ২ জনকে গ্রেপ্তার করে। চক্রটির সদস্যরা ভ্রাম্যমান চা বিক্রেতা হয়ে চালকদের অজ্ঞানের কাজটি করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় এবং অন্যত্র বিক্রি করে। ওই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে কেউ কেউ মৃত্যুবরণ করে এই সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্নস্থানে বহু ধরনের অপরাধ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈনুইদ্দিন চৌধুরী, ডিআইন ওয়ান সাঈদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু, কালুখালী থানার ওসি নাজমুল হাসান প্রমুখ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়