রাজবাড়ী বাংলা ইশারা ভাষা দিবস পালিত –

- Update Time : ১১:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
” বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে দিবসটি উপলক্ষে জেলা বধির উন্নয়ন ও কল্যান সংস্থার অায়োজনে অাজাদী ময়দান থেকে শহরে একটি র্যালী বের হয়।
এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রশাসনের এক অালোচনা সভায় মিলিত হয়।
পড়ে অাজাদী ময়দানে সংস্থার কার্যালয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক অালোচনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বধির উন্নয়ন ও কল্যানমূলক সংস্থার সভাপতি এবিএম অালমগীর মিয়া, সহ-সভাপতি খায়রুল হাসান মিন্টু, সাধারন সম্পাদক মাসুদ মল্লিক, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল অালম, অঙ্কুর কলেজিয়েট স্কুলের প্রভাষক রফিকুল ইসলাম, সমাজসেবক অাব্দুর রাজ্জাকসহ সংস্থ্যার ৬৫ বধির।
এ সময় বক্তরা বধিরদের উন্নয়নে সকলকে এগিয়ে অাসার অাহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়