রাজবাড়ীতে ফারিয়া’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ –

- Update Time : ১১:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার মুক্তির পথে, আমরা সবাই এক সাথে-এ শ্লোগানকে সামনে রেখে ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া রাজবাড়ী জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রধান নির্বাচন কমিশনার কমল কৃষ্ণ চক্রবর্তী, বিসিডিএস-এর সভাপতি এহসানুল হক হিটু ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, ফারিয়ার সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফারিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২। ওই নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আলী ইকবাল মিঠু, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কাদির নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৩৫ জন ভোটারের মধ্যে ২২৮ জন ভোটার উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়