দৌলতদিয়ায় যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যু –

- Update Time : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে আঁখি আক্তার (২৫) নামে দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
আঁখি যৌনপল্লীর মেইনগলিতে অবস্থিত বাড়ীওয়ালা রুবেলের বাড়ির নিচতলায় দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
যৌনপল্লী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬ টার দিকে বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে আখি মেঝেতে পড়ে যায়। সেইসাথে প্রচুর বমি হয়। এ সময় আঁখির কথিত স্বামী মামুনসহ আশেপাশের লোকজন ধরাধরি করে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
আলাপকালে যৌনপল্লীর কয়েকজন বাসিন্দা জানান, আঁখি নিয়মিত মদ,বিয়ার,হেরোইনসহ বিভিন্ন নেশাদ্রব্য সেবন করত। তার উপার্জনের বেশিরভাগ টাকাই সে নেশার পেছনে ব্যয় করত। সোমবার দিবাগত রাতেও সে প্রচুর নেশা করে। এরপর ভোরের দিকে সে অসুস্থ্য হয়ে পড়ে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে মৃতের কথিত স্বামী মামুন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়