রাজবাড়ীতে নারী সিকিউরিটি গার্ডকে আটকে রেখে মারপিট করার অভিযোগ –

- Update Time : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মোছাঃ শারমিন সুলতান (২৬) নামে একজন নারী সিকিউরিটি গার্ড আটকে রেখে মারপিট করার পাশাপাশি ফাঁকা ষ্ট্যাম্পে করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই নারী গত বৃহস্পতিবার রাজবাড়ী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। দুই সন্তানের জননী শারমিন সদর উপজেলার আলীপুরের মোঃ হোসেন খাঁর স্ত্রী।
ওই নারী জানিয়েছেন, তার স্ত্রী দীর্ঘ ২২ বছর ধরে সৌদি আরব অবস্থান করছেন। তিনি সদর উপজেলার খানখানাপুর বাজারের জনৈক মিলন মল্লিকের দোকান থেকে বিভিন্ন সময়ে কপড় নেয়ায় ২০ হাজার টাকা দেনা হন। তবে দোকানী ওই টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। যে কারণে বাধ্য হয়ে তিনি রাজধানী ঢাকা চলে যান এবং সেখানে গিয়ে সিকিউরিটি গার্ডের চাকুরী নেন। গত ২১ জানুয়ারী তিনি তার বাড়ীতে আসেন। এই খবর পেয়ে দোকানী মিলন মল্লিক তার আরো দুই জন সহযোগিকে নিয়ে তার বাড়ীতে আসেন এবং টাকা প্রদানের চাপ দিয়ে তাকে জোরপূর্বক মিলন মল্লিক তার খানখানাপুরের বাড়ীতে নিয়ে তাকে আটকে রাখে। সেই সাথে মারপিট করে এবং একটি ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর গত ২২ জানুয়ারী সন্ধ্যায় তাকে রাজবাড়ী থানা পুলিশের হাতে তাকে তুলে দেয়ার কথা বলে রাজবাড়ী জেলা শহরের নিউ কলোনীর একটি মটর পাম্প ঘরের মধ্যে আটকে পুনরায় নির্যাতন করে। ২৩ জানুয়ারী সকালে তার ২জন আতœীয়কে ডেকে আনে এবং তারা তাকেসহ ওই দুই জন আতœীয়কেও মারপিট করে। খবর পেয়ে তার অন্যান্য স্বজনরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ মামলার তদন্তকারী কর্মকতা ও রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামান সিকদার জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়