উৎসব মূখর পরিবেশে ৩ টি প্যানেলের মনোনয়নপত্র দাখিল –

- Update Time : ০৭:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ৩৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩১ জানুয়ারী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ নির্বাচনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আনিসুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাধারণ আইনজীবি পরিষদের সভাপতি পদে এটিএম মোস্তফা মিঠু, সহ-সভাপতি খন্দকার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বিজন ঘোষ, সহ-সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ জহুরুল হক, ক্রিড়া সম্পাদক বিপ্লব কুমার রায়, সদস্য রফিকুল ইসলাম রফিক, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন, অভিজিৎ সোম, আল আমিন মিয়া।
বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সভাপতি পদে আনোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক নিরঞ্জন বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক গৌতম বসু, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হাসান আশা, ক্রিড়া সম্পাদক জাহিদ হোসেন, সদস্য আবুল বাশার মোঃ শরীফ, শেখ মোঃ নাজিরুল ইসলাম, অনুপ কুমার দাস, খন্দকার ছানোয়ার হোসেন, শহিদুল ইসলাম।
জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি পদে মসলেম উদ্দিন খান, সহ-সভাপতি সাইফুজ্জামান খান আজম, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন লিলি, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ক্রিড়া সম্পাদক সাজেদুর রহমান ইদ্রিস, সদস্য আরিফ উদ্দিন খান দিপু, হেদায়েত উল্লাহ মিয়া, আজিজুর ইসলাম টিটু খান, মোঃ তুহিন শেখ, মোঃ মাহফুজুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকাল ৫টায় সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ২০ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২৩ জানুয়ারী, ভোট গ্রহণ ৩১ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়