রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন –

- Update Time : ১০:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন ঘোষনা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, ভাইস-চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেনসহ অন্যান্যরা।
মেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২৩ টি স্টলে নানা রকম উপকরণ প্রদর্শন করা হয়। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়