‘এথিক’ তারুণ্য সম্মাননা পেলেন রাজবাড়ীর তুলি –

- Update Time : ১০:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিজয়ের পঞ্চাশে মঞ্চের পঞ্চাশ তারুণ্যকে সম্মাননা প্রদান করা হয়েছে। রাজধানী ঢাকার থিয়েটার ‘এথিক’-এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই আয়োজন করা হয়।
সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন, রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর ফুড অফিস এলাকার বাসিন্দা, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র কার্যকরি পরিষদের সদস্য, থিয়েটার কর্মী ও নাট্যশিল্পী আজরা জেবিন তুলি। তিনি জাতীয় মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটিরও প্রচার ও প্রকাশনা সম্পাদক।
আজ মঙ্গলবার সন্ধ্যা রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল হলে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্চ সারথি আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়