পাংশার ১০ ইউপি নির্বাচন : ৯ এলাকায় মোবাইল কোর্টের অভিযান, ১০ মামলা –

- Update Time : ১০:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পঞ্চম ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে নিরলশ কাজ করে যাচ্ছে জেলা প্রশাসনের নিযুক্ত ম্যাজিষ্ট্রেটরা।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধিমালা লংঘনের দায়ে সোমবার উপজেলার চরঝিকড়ী, হাবাসপুর বাজার, পাটিকাবাড়ী বাজার, বাহাদুরপুর, বাবুপাড়া, শরিষা, মৌরাট, কলিমহর ও মছপাড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন, পাংশার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন এবং জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। সে সময় নির্বাচনী আচরণ বিধিমালা লংঘনের দায়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মোট ১০ টি মামলায় সর্বমোট ১০ হাজার ৩ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়