রাজবাড়ীতে জাতীয় কবি’র “বিদ্রোহী” কবিতার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান –

- Update Time : ০৯:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। বক্তৃতা করেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, অংকুর স্কুল এ্যান্ড কলেজের সরোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ এর সভাপতি আতোয়ার হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহেদ আলী প্রমুখ।
বক্তারা বিদ্রোহী কবিতার শতবর্ষের উপর আলোচনাসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যর্কম তুলে ধরেন।
আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, প্রভাষক সুরজতি চক্রর্বতী, সহকারী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামাল, শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক গোলাম মোর্তুজা সাগর, কবি ও কথাসাহিত্যিক ইউসুফ বাশার আকাশ, শিশু শিল্পী ¯িœগ্ধাসহ অন্যান্যরা।
বিদ্রোহীসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যান্য কবিতা আবৃত্তি করনে এবং মামুন শিল্পী গোষ্ঠী, দোলন চাপা সঙ্গীতাঙ্গন, আপন শিল্প গোষ্ঠীর শিল্পীসহ স্থানীয় শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করনে।
এছাড়াও অনুষ্ঠানে অংকুর স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, প্রফেসর আনিসুর রহমান খোকন, শিক্ষক ফারহানা মিমি, নাট্যকার অজয় দাস তালুকদার, জান্নাতুল ফেরদৌস মিমি, নাট্য নির্দেশক উচ্ছাস কুমার ঘোষ, রেজওয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়