রাজবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত –

- Update Time : ০৮:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ৪৫ Time View
স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় পুরাতন হরিসভা মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড ঃ গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে এবং জয়দেব কর্মকারের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়।
সম্মেলনের শুরুতেই জাতীয় পতাকা উত্তেলনের সাথে জাতীয় সংগীতের এবং নৃত্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়।
সম্মেলন উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ডি. এন চ্যাটার্জী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক এ্যাডঃ কিশোর রঞ্জন মন্ডল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থসম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক সাংগাঠনিক বিপ্লব দে, রাজবাড়ী জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, এ্যাডঃ উমা সেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরীকে সভাপতি ও জয়দেব কর্মকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার অনুরোধও করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়