রাজবাড়ী সদরে ৬ টিতে নৌকা, ৮ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বিজয় –

- Update Time : ১১:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ ধাপে উৎসবমূখর পরিবেশে রবিবার রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের ১২৭ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৬ টিতে নৌকা ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বেসরকারী ভাবে বিজয়ীরা হলো : মিজানপুরে টুকু মিজি (নৌকা), শহীদওহাবপুরে নুর মোহাম্মদ ভুইয়া (নৌকা), মূলঘরে ওহিদুজ্জামান (নৌকা), বাণিবহে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শেফালী বেগম (নৌকা), খানগঞ্জে শরিফুর রহমান সোহান (নৌকা) ও চন্দনীতে আব্দুর রব (নৌকা)।
এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলো : সুলতানপুরে আশিকুর রহমান সচিব (ঘোড়া), পাঁচুরিয়ায় মোঃ মজিবুর রহমান রতন (আনারস), রামকান্তপুরে রাজিব মোল্লা বাবু (মোটর সাইকেল), দাদশীতে দেলোয়ার শেখ দেলো (আনারস), বসন্তপুর জাকির হোসেন সরদার (মোটর সাইকেল), আলীপুরে আবু বক্কর সিদ্দিক (আনারস), খানখানাপুর একেএম ইকবাল (চশমা)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়