দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে গাড়ীর চাপ, যানজট –

- Update Time : ১০:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরি পারাপার হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে ওই নৌ রুটে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। এদিকে ফেরি পার হতে আসা বিভিন্ন গাড়ির চাপ বেড়ে উভয় ঘাটে যানজট লেগে আছে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী সহস্রাধিক বিভিন্ন গাড়ি। এর মধ্যে বিভিন্ন মালবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা সবচেয়ে বেশি। এতে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তিন কিলোমিটার নৌপথ ফেরি পার হতে এসে যানজটে আটকে থাকায় বিভিন্ন গাড়ির চালকসহ হাজারো যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এই নৌপথে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। এ নিয়ে গত দুই দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশায় মোট সাড়ে ১৪ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকল। কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার মতো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। তাই কুয়াশার সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে।’
বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরি সার্বক্ষণিক সচল রেখে ঘাটে আটকে পড়া গাড়িগুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়