মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিপাকে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান, পাল্টাপাল্টি কর্মসূচি –

- Update Time : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ৩৩ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
সারা দেশের মধ্যে অন্যতম অপরাধ প্রবণ এলাকা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন তথা দৌলতদিয়া ঘাট। যেখানে মাদক বানিজ্য, নারী বানিজ্য, পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ নিত্য নৈমিত্তিক ঘটনা।
সম্প্রতি এখানকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মন্ডল তার ইউনিয়ন হতে মাদক ও চাঁদাবাজি বন্ধের ঘোষনা দিয়ে বিপাকে পড়েছেন।
উল্টো তার বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ এনে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার বিক্ষোভ করেছে দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী কতিপয় বাসিন্দা ও তাদের অনুসারী যৌনজীবীরা। এতে নেতৃত্ব দেন যৌনকর্মী নেত্রী ঝুমুর বেগম।
জানা যায়, গত সোমবার গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল দৌলতদিয়ায় মাদক দ্রব্যের অবাধ ব্যবহার ও কেনা-বেচা বন্ধ করা এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘আসুন সাবাই মিলে দৌলতদিয়া ইউনিয়নকে মাদক মুক্ত করি’। তার এই আহবানে দৌলতদিয়ার প্রভাবশালী একটি মহল চরম ক্ষুব্দ হয় বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। এর একদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী বাড়িওয়ালী ও অসহায় নারী ঐক্য সংগঠনের নেত্রী ঝুমুর বেগমের নেতৃত্বে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করে কতিপয় বাড়িওয়ালী ও যৌনকর্মী। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় পুনরায় তারা মানববন্ধনের জন্য জমায়েত হয়। এক পর্যায়ে ঝুমুর বেগম স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের অনুরোধে তাদের কর্মসূচী স্থগিত ঘোষণা করেন।
দৌলতদিয়া যৌনপল্লী কেন্দ্রিক সংগঠন অসহায় নারী ঐক্যে নেত্রী ঝুমুর বেগম বলেন, বিজয় দিবস পালন উপলক্ষে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান যৌনপল্লীর বিভিন্ন ব্যাক্তির কাছে চাঁদা দাবি করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে এই কর্মসূচী পালন করেছেন।
তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল একজন চাঁদাবাজ। তিনি ও তার লোকজন প্রায়ই চাঁদাবাজি করে থাকেন। ইউপি চেয়ারম্যানের আর্থিক দূর্বলতাকে তাচ্ছিল্য করে তিনি বলেন, ‘পেট ভরা মানুষের অল্প খাবার দিলেই চলে, আর তার তো পেট খালি, এজন্য তার অল্পতে পেট ভরে না।’
এদিকে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বেলা ১২ টার দিকে তার ইউপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে করেন।
সম্মেলনে তিনি জানান, নির্বাচিত হয়ে গত ২ বছর তিনি দৌলতদিয়া ঘাটকে চাঁদাবজি মুক্ত করার লক্ষ্যে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। ইতিমধ্যে এ সকল কারণে তাকে হত্যাচেষ্টাও করা হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে মারাত্মক জখম নিয়ে এখনো বেঁচে আছেন।
তিনি আরো বলেন, যৌনপল্লী এবং এর আশপাশে মাদকের অবাধ বেচাকেনা চলে। এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে নিয়মিত। এটি বন্ধের জন্য তিনি তৎপর হওয়াতে একটি মহল তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে।
তিনি অঙ্গীকার করেন,যতদিন বেঁচে থাকব,ততদিন এ সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধেই তিনি থাকবেন।
চেয়ারম্যান বলেন,আমি আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়