রাজবাড়ীতে ৯ জন জয়িতাকে সম্মাননা প্রদান –

- Update Time : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৫২ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা প্রশাসনের কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ীর আয়োজনে ৯ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে রাজবাড়ী সদর থেকে চার জনকে শ্রেষ্ঠ ও জেলা থেকে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা করব সম্মাননা দেওয়া হয়।
রাজবাড়ী সদরের শ্রেষ্ঠ জয়িতারা হলেন, সালমা পারভীন ( অর্থনৈতিক সাফলা), মরিয়ম কাজী (সমাজ উন্নয়নে অবদান), আতিকা বেগম ( সফল জননী), মিসেস ফারজানা আলম ( নির্যাতনের বিভীষিকা থেকে উত্তরণ)।
জেলার শ্রেষ্ঠ জয়িতারা হলেন, কালুখালী উপজেলা মোছা: লিপি খাতুন (অর্থনৈতিক সাফল্য), রাজবাড়ীর মালেকা পারভীন (শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য), বালিয়াকান্দির ফরহাদ মঞ্জুয়ারা সোহেলী (সমাজ উন্নয়নে অবদান), পাংশার তাসমিয়া বিশ্বাস ( সফল জননী) ও কালুখালীর তাসলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা হতে উত্তরণ এর জন্য সম্মাননা পান। এসময় তাদেরকে ক্রেস্ট,মগ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য দেন, জনাব দিলসাদ বেগম জেলা প্রশাসক রাজবাড়ী।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম টিটন সিভিল সার্জন রাজবাড়ী, মহিলা অধিদপ্তরের উপপরিচালক আজমির হোসেন, সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন প্রমুখ।
মহিলা অধিদপ্তরের উপপরিচালক আজমির হোসেন বলেন, আমরা রাজবাড়ী জেলায় মোট ৯ জন নারীকে এই জয়িতা সম্মাননা দিয়েছি। এরা সবাই বিভিন্ন কাজে সাফল্য হয়েছে। নারীরা এখন সব কাজেই সফল হতে পারে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়