রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ সাময়িক বরখাস্ত –
- Update Time : ১০:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ২৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি’র সঙ্গে অসদাচরণ ও চাকুরী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী অাব্দুল অাহাদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অারিফুর রহমান অঙ্কুর এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্যাডে উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত পত্রে রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী অাব্দুল অাহাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানাযায়।
জানাগেছে, গতকাল (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এবং বুধবার (২৪ নভেম্বর) ওই উপ সহকারী প্রকৌশলী রনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। তিনি বালিয়াকান্দি উপজেলার মৃগী পওর শাখার দ্বায়িত্বরত কর্মকর্তা।
এদিকে অাজ সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে নির্বাহী প্রকৌশলী অাব্দুল অাহাদ কর্তৃক উপ-সহকারী প্রকৌশলী রনির সঙ্গে অসদাচরণের একটি সিসি টিভি ভিডিও ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে নির্বাহী প্রকৌশলী অাব্দুল অাহাদ তার অফিস কক্ষে বসে অাশরাফ নামের এক সহকর্মীর সঙ্গে কথা বলছে। কিছু সময় পর উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি তার রুমে প্রবেশ করে। সে সময় অফিশিয়াল কাগজপত্রাদি ফরিদপুর অফিসে নিয়ে যাওয়া নিয়ে কথা হয়। সে সময় মোটর সাইকেল নিয়ে ফরিদপুর যাওয়ার জন্য লিখিত চান রনি। এতেই রেগে গিয়ে অাব্দুল অাহাদ তু্ই তোকারি করে তার চেয়ার থেকে উঠে গিয়ে রনিকে তার গলা ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেন। এবং গলা চেপে ধরে বলে তোকে জবাই করে ফেলবো। এবং হুমকি দেন। পড়ে রনি তার কক্ষ থেকে বের হয়ে যান।
এ বিষয় জানতে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অাব্দুল অাহাদের মুঠো ফোনে একাধিক বার ফোন দেয়া হলে তিনি রিসিভ করেন নাই।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়