রাজবাড়ীর পাউবি’র নির্বাহী প্রকৌশলী কর্তৃক উপ-সহকারী প্রকৌশলী লাঞ্চিত –

- Update Time : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষে উপসহকারী প্রকৌশলী মোঃ রনি কে শারিরীক ভাবে লাঞ্চিত করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার বিকালে মোঃ রনি নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষে প্রবেশ করে চেয়ারে বসে। এসময় দুইজন তর্ক করে। একপর্যায়ে আব্দুল আহাদ চেয়ার থেকে উঠে গিয়ে রিনকে চেয়ার থেকে ফেলে বুকের উপর চেপে বসে ও গালাগাল করতে থাকে। পরে পাশে থাকে একজন নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করে। এঘটনায় মোঃ রনি প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দিয়েছেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আহাদ আলী জানান, রনি দীর্ঘদিন ধরে আমার কোন কথা শুনতো না। আর এঘটনা আমি রাগের মাথায় করে ফেলেছি। আমার ঠিক হয়নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়