রাজবাড়ীর বাণিবহের লতিফ চেয়ারম্যান হত্যাকান্ডের ঘটনায় মেহেদী ও মিঠু গ্রেপ্তার, রিমান্ড আবেদন –

- Update Time : ১০:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহে চাঞ্চল্যকর আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল লতিফ হত্যাকান্ডের পর দায়েরকৃত মামলায় সন্দেহ ভাজন আসামি হিসেবে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সদর উপজেলা একাধিক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, লতিফ চেয়ারম্যান হত্যাকান্ডের আগমুহুর্তে তার মোটরসাইকেলে অবস্থান করা যশোর সদর উপজেলার পাল বাড়ী গ্রামের আইয়ুব হোসেনের ছেলে মেহেদী হাসান তনু (২৪) এবং বাণিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আলী আজগরের ছেলে মিঠু (৪৫)।
এদিকে, ইতোপূর্বে গ্রেপ্তারকৃত ওই ইউনিয়নের বাণিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবি’র ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সি (৫৮) এবং বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬) কে আদালতের দেয়া ২ দিনের রিমান্ড শেষে গত শনিবার সন্ধ্যায় তাদের পুনরায় আদালাতে পাঠিয়েছে রাজবাড়ী থানা পুলিশ।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানিয়েছেন, লতিফ হত্যাকান্ডের ব্যাপারে রিমান্ডে আনা আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মামলার এজাহারভুক্ত অপর ৩ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী আব্দুল লতিফের স্ত্রী শেফালী আক্তার জানিয়েছেন, লতিফ ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব, বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক শেষ গত ১১ নভেম্বর রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। বাড়ীর কাছাকাছি পৌছতেই দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে তার গতিরোধ করে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৪টি গুলি বর্ষণ করে তার স্বামীকে হত্যা করে। পরবর্তীতে মূত্যুর আগ মুহুর্তে আসামিদের নাম বলে যান লতিফ। আর ওই নাম বলা ৮ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৪/৫ জনকে আসামী করে তিনি গত ১৪ নভেম্বর রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়