১ ঘন্টার ইউএনও বাবলী –

- Update Time : ০৪:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ৪৮ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসারের চেয়ারে বসে এক ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কুল ছাত্রী বাবলী আক্তার (১৬)।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সে এই দায়িত্ব পালন করেন । প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্হানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।
বাবলী গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফের্সের (এনসিটিএফ) সদস্য। তার বাড়ী উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায়।তার বাবা করিম মীর দুবাই প্রবাসী। মা নাজমা খাতুন গৃহিনী। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে বাবলী সবার বড়।সে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সাথে যুক্ত রয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েউপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে এক ঘণ্টার জন্য বাবলী আক্তার প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার এ দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদেরকে ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সকলের দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন কেকেএস এর কর্মকর্তা আমজাদ হোসেন, রুমা খাতুন, মন্জুরুল ইসলাম, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়