রাজবাড়ীর আরো ৩৬৬ ভূমিহীন পরিবার পাচ্ছেন নতুন ডিজাইনের পাকা ঘর –

- Update Time : ০৯:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় ধাপে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার আরো ৩ শত ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। যদিও এবারের ঘর গুলো বিগত সময়ের ঘরের চাইতে অধিক মজবুত করতে নকশায় পরিবর্তন আনা হয়েছে। আর ঘর গুলো যাতে নতুন নকশা অনুযায়ী নির্মাণ হয়, তা তদারকির লক্ষে ঘর নির্মাণের সাথে যুক্ত সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক জেলা কমিটির সভায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত জেলা ম্যােিজস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রানী সাহা। নকশা/ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য উপস্থাপন করেন, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস।
প্রশিক্ষণে ৫টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, গণপূর্ত অধিদপ্তরের এসডিই, ডিআরআরও, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ জানিয়েছেন, বিগত সময়ে যে ডিজাইনে ঘর গুলো নির্মাণ করা হয়েছিলো এবার তার চেয়ে মজবুত ভাবে ঘর নির্মাণ করা হবে। এবার ঘর গুলোতে গ্রেড ভীম এবং লিনটনসহ আনুসাঙ্গিক আরো বিষয় করা যুক্ত করা হবে। ইতোমধ্যেই রাজবাড়ীর জেলা প্রশাসক নতুন ডিজাইনের ৩শত ৬৬টি ঘর বরাদ্দ চেয়েছেন। আসা করা হচ্ছে খুব শিঘ্রই বরাদ্দ তারা পেয়ে যাবেন এবং কাজও শুরু করা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়