পারের অপেক্ষায় শত শত যনবাহন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নিত্য দূর্ভোগ –

- Update Time : ০৫:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ২২ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটের নিত্য যানজটে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের যাত্রী, চালকসহ সংশ্লিষ্টদের। ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ থাকায় অতিরিক্ত যানবাহনের চাপে বেশ কিছুদিন ধরে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দূর্ভোগ মাথায় নিয়ে অসংখ্য যাত্রী, যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী যানবাহন নদী পার হচ্ছে।
সোমবার দুপুরে (১৮ অক্টোবর) সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত দুই সারিতে শতশত যানবাহন আটকে রয়েছে রয়েছে। এর মধ্যে এক সারিতে অপচনশীল পণ্যবাহী ৩ শতাধিক ট্রাক-কাভার্ডভ্যান এবং অপর সারিতে ২ শতাধিক পচনশীল পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে। এছাড়াও দৌলতদিয়া ঘাটকে যানজট মুক্ত রাখতে প্রায় ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে রাখা হয়েছে প্রায় ২ শতাধিক পন্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। সব মিলিয়ে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন।
যানবাহনের চালক ও যাত্রীরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট মানেই ভোগান্তি। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়ে এ রুট দিয়ে ফেরি পারাপার হতে হচ্ছে। এতে করে দুর্ভোগের পাশাপাশি পন্যদ্রব্য যথাসময়ে গন্তব্যে না পৌঁছানোয় ব্যাবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে । তিনি আরো জানান, এই নৌরুটে বর্তমানে ছোটবড় ১৯ টি ফেরি চলাচল করছে। দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে নদী পার করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়