রাজবাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন ও জঙ্গীবাদ শীর্ষক আলোচনা সভা –

- Update Time : ০৭:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ২৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে রাজবাড়ীতে আলেম উলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলা ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, সদর থানার ওসি শাহাদাত হোসেন প্রমূখ।
জানাযায়, জেলার পাঁচটি উপজেলার প্রায় ২ শ জন ইমাম এ সম্মেলনে অংশ গ্রহন করেন। এ সময় সন্ত্রাস জঙ্গীবাদ বিষয়ে আলেম ওলামদের সচেতন হবার পাশাপাশি মসজিদে মুসল্লিদের সচেতন করতে ইমামদের বলা হয়। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়