রাজবাড়ীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি কাজী কেরামত আলী –

- Update Time : ০৫:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে জেলা শহরের গোদার বাজারের সিলিমপুর এলাকার ডানতীর প্রতিরক্ষা বাঁধের কয়েকশ মিটার নদীতে বিলিন হয়েছে। ভাঙনে হুমকিতে রয়েছে শহর রক্ষাকারী বাঁধসহ নদী পারের প্রায় ২০টি বসতবাড়ী। ফলে ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হচ্ছে বসতবাড়ী। গত শুক্রবার সন্ধ্যায় থেকে ওই এলাকায় এ ভাঙন শুরু হয়।
ভাঙ্গনের এই দৃশ্য সরজমিনে দেখতে শনিবার বিকালে ওই এলাকা পরিদর্শন করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
তিনি ওই এলাকা পরিদর্শনের পাশাপাশি নদী ভাঙ্গন দ্রুত রোধ করার জন্য পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানিয়েছেন, নদীর গতিপথ পরিবর্তন এবং মাঝ নদীতে ডুব চরের সৃষ্টি হওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। যে কারণে তারা নদী তীর রক্ষা নতুন ডিজাইন তৈরী করেছেন। ওই ডিজাইনে কাজ করা এবং মাঝ নদী দিয়ে ¯্রােতধারা প্রবাহিত করা সম্ভব হলে ভাঙ্গন প্রতিরোধ হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়