৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’-

- Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ৩৪ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে দোয়ার অনুষ্ঠান ও ৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উদযাপন করেছে ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’ নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মো. সেলিম মুন্সী।
উপস্হিত ছিলেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলিন্স পার্থ, সহ-সভাপতি মিরাজ বিশ্বাস সহ গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সেচ্ছাসেবকরা।
প্রসঙ্গত, প্রায় ২ বছর আগে প্রতিষ্ঠা লাভের পর হতে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবকরা অদ্যাবধি প্রায় দেড় হাজার ব্যাগ রক্ত দান,করোনার দুঃসময়ে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে অক্সিজেন সেবা দান,দুঃস্হ্যদের মাঝে খাদ্য ও ত্রান সহায়তা দান, সংগঠনের নিজস্ব অ্যাম্বুলেন্সে গুরুতর রোগীদের দ্রুত পরিবহন ও সুচিকিৎসা নিশ্চিতকরনসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এলাকায় ব্যাপক প্রশংসা লাভ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়