রাজবাড়ীতে ফিলিং ষ্টেশন, দন্ত চিকিৎকসহ ৪ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় –

- Update Time : ১০:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা -এর নির্দেশনায় বুধবার বিকালে জেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ কর্তৃক রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর, রেলগেট ও রাজবাড়ী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন পরিমানে অকটেন ও পেট্রোল কম দেয়ায় পলাশ ফিলিং স্টেশন ও আরেকটি ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা করে, অঅনুমোদিতভাবে দন্ত চিকিৎসা প্রদান করায় বিকল্প ডেন্টাল এর মালিক আব্দুল জলিল কে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় মোরশেদ চপ -এর মালিক কে ১ হাজার টাকাসহ ৪টি মামলায় সর্বমোট ১ লক্ষ এগার হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন, মোঃ শরিফুল ইসলাম, এডি, ভোক্তা অধিদপ্তর, রাজবাড়ী এবং জনাব সূর্য্য কুমার প্রামাণিক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, রাজবাড়ী। শৃংখলায় এস আই জনাব মোঃ মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়