এবার নতুন নিয়মে হবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা, রাজবাড়ীতে ভিডিও প্রদর্শন –

- Update Time : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এবার নতুন নিয়মে হবে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা এমনি ঘোষনা দেয়া হয়েছে। যে কারণে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামেন নিদের্ শনায় ওই সব নিয়মাবলি নিয়ে মাঠে নেমেছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই মাঝে তারা বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের পাশাপাশি আগ্রাহী প্রার্থী ও অভিভাবকদের সচেতন করতে ভিডিও প্রদর্শন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাঁচুরিয়া ও রামকান্তপুরে উঠান বৈঠকের পাশাপাশি আগ্রহী প্রার্থীরা যাতে খুব সহজে ভিডিও দেখে অনুশীলন করতে পারে সে জন্য প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করাসহ দালালদের হস্তক্ষেপ প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী। সে সময় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনসহ উভয় ইউনিয়নের গন্যম্যান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের উপস্থিতি ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়