মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ –

- Update Time : ১১:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে জেলার ১৭জন হতদরিদ্রের মাঝে এ ভ্যান ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন ১০ জন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ৭ জনকে এ সহায়তা দেয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় ভ্যান পেয়ে সরকারসহ রাজবাড়ী জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা।
জানাগেছে, মুজিববর্ষ উপলক্ষে এখন পর্যন্ত জেলায় মোট ৮২টি ভ্যান বিতরণ করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়