কালুখালীর ঘোষিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বেদখলের পায়তারা –

- Update Time : ১১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার ঘোষিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বেদখলের পায়তারা শুরু হয়েছে। ওই স্টেডিয়ামের সরকারী অংশের জমিসহ প্রস্তাবিত জমি দখলের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের দাবী দীর্ঘ ৬ বছর ধরে ব্যবহৃত মাঠটি বেদখল হবার হাত থেকে রক্ষা করাটা জরুরী। আর তা না হলে এলাকা শিশু, কিশোর ও যুবকরা মাঠের অভাবে আর খেলাধুলা করতে পারবে না।
জানাগেছে, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। ওই ঘোষনার পর তিন একর জমির উপর কালুখালী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ২০১৭ সালের ১৬ মার্চ তৎকালিন যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী ড: বাবু বীরেন শিকদার এমপি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন।
যদিও সেখানে এক একর ৭২ শতাংশ জমি সরকারের ত্রাণ শাখার এবং বাকি জমি স্থানীয়দের কাছ থেকে মৌখিক লিজ নিয়ে স্টেডিয়ামের যাত্রা শুরু করা হয়। পরবর্তীতে ওই জমি স্টেয়ামের নামে করার প্রস্তাবনা পাঠানোর পাশাপাশি জেলা পরিষদ, টিআর, কাবিখাসহ ব্যক্তিগত অর্থ ব্যয় করে মাঠের উন্নয়ন ও খেলাধুলা পরিচালনার জন্য একটি বড় আকারের পাকা টিনসেড ঘরও নির্মাণ করা হয়।
কালুখালী উপজেলা পরিষদের তৎকালিন উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম জানিয়েছেন, শিশু, কিশোর ও যুবকদের খেলাধুলার মানউন্নয়নে ওই মাটির অবদান রয়েছে। তিনি সে সময় জমি মালিকদের বছর চুক্তিতে লিজের টাকাও পরিশোধ করেছেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি স্টেডিয়ামও উপজেলা পরিষদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাগোয়া। তারা যেখানে কালুখালীর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন সে জায়গাও অধিক গুরুত্বপূর্ণ। অথচ কতিপয় ব্যক্তিরা গত ২২ আগষ্ট সকালে এ স্টেডিয়ামের জায়গায় অবৈধভাবে দোকান পাট তৈরীসহ মাঠের বিভিন্ন স্থানে বাঁশপুতে তা খেলাধুলার অযোগ্য করে ফেলেছে।
এ প্রসঙ্গে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন জানিয়েছেন, ওই মাঠটির প্রস্তবনা পাঠানো হয়েছে। তবে তা এখনো অনুমোদন হয়নি। ফলে জমি মালিকরা যদি সেখানে কাজ করে তাতে তাদের কিছু করার নেই। প্রস্তাব অনুমোদন হলে তখন ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, ওই মাঠটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন হওয়ায় তা অন্যত্র সড়িয়ে নেয়ার প্রস্তাব এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়