রাজবাড়ীর ৫ উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে ৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ –

- Update Time : ১০:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজবাড়ী জেলার আওতাধীন রাজস্বখাতে ৫০ জন নারী ও পুরুষ নিয়োগ করা হবে। নিয়োগকৃতদের মধ্যে রয়েছে, পরিবার পরিকল্পনা পরিদর্শক শূন্য পদে ৪ জন পুরুষ (গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/-), পরিবার কল্যাণ সহকারী শূন্য পদে ৪২ জন মহিলা (গ্রেড-১৭, ৯,৩০০-২২,৪৯০/-) এবং আয়া পদে মহিলা ৪জন (গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০/-)। অনলাইনে আবেদন জমা দেয়ার শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর’২১ বিকাল ৫টা পর্যন্ত।
জানাগেছে, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৪ জন পুরুষ নিয়োগ দেয়া হবে রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর, আলীপুর, সুলতানপুর এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের শূন্য পদে।
অপর দিকে, পরিবার কল্যাণ সহকারী শূন্যপদে ৪২ জন মহিলা মধ্যে রয়েছে, সদর উপজেলা ১৬ জন। এর মধ্যে দাদশীতে ১ জন, পাঁচুরিয়ায় ২ জন, আলীপুরে ২ জন, বরাটে ১ জন, খানখানাপুরে ২ জন, বানিবহে ১ জন, মূলঘরে ২ জন, সুলতানপুরে ১, চন্দনীতে ২ জন, খানগঞ্জে ১ জন এবং রাজবাড়ী পৌরসভায় ১ জন। গোয়ালন্দ উপজেলায় ৫ জন। এর মধ্যে দেবগ্রামে ২ জন, ছোটভাকলায় ২ জন এবং উজানচরে ১ জন। পাংশা উপজেলায় ১০ জন। এর মধ্যে মৌরাটে ১ জন, কলিমোহরে ২ জন, শরিষায় ১ জন, বাবুপাড়ায় ১ জন, মাছপাড়ায় ২ জন, যশাইতে ২ জন এবং পাট্টায় ১ জন। কালুখালীতে ৫ জন। এর মধ্যে সাওরাইলে ১ জন, রতনদিয়ায় ১ জন, মাজবাড়ীতে ১ জন এবং মৃগীতে ২জন। বালিয়াকান্দিতে ৬ জন। এর মধ্যে বহরপুরে ১ জন, নারুয়ায় ২ জন এবং নবাবপুরে ২ জন।
বি:দ্র: বিস্তারিত জানতে রবিবার (২২ আগষ্ট’২০২১) দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বিজ্ঞাপনে চোখ রাখুন।
http://ekalerkantho.com/home/page/2021-08-22/11
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়