রাজবাড়ীর আশুরার অনুষ্ঠানে নারী চোর চক্র, বৃদ্ধার স্বর্ণালংকার চুরির সময় চোর গ্রেপ্তার –

- Update Time : ১১:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র আশুরার ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মহিলাদের ভীড়ে মধ্যে জায়গা করে নিয়েছে সংঘবদ্ধ নারী চোর চক্র। ওই চক্রের সমস্যরা আগত মহিলাদের গলায় থাকা স্বর্ণালংকার সুকৌশলে চুরি করে। এমনি চুরির ঘটনা ঘটেছে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শহরের বড় মসজিদের গেটে। সে সময় আউলিয়া খাতুন (৩০) নামে এক মহিলা চোরকে হাতে নাতে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া আউলিয়া খাতুন ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।
জানাগেছে, সকাল সাড়ে ১০টার দিকে বড় মসজিদের গেট দিয়ে ভেতরে প্রবেশের সময় রাজবাড়ী জেলা শহরের হোসনাবাদ গ্রামের মনসুর আলী মন্ডলের স্ত্রী সাফিয়া খাতুন (৬০)-এর গলায় থাকা স্বর্ণের চেন পেছন থেকে হাত দিয়ে ছিড়ে ফেলে গ্রেপ্তার হওয়া আউলিয়া খাতুন। সাফিয়া খাতুন গলায় হাত দেয়া আউলিয়া খাতুনের হাতটি সাথে সাথেই ধরে ফেলেন এবং তার সাথে থাকা ভাগনি শাহনাজ বেগমকে ডেকে দুজনে তাকে আটক করেন এবং ছিড়ে ফেলা স্বর্ণের চেনটি উদ্ধার করেন। একই সাথে চোর চক্রের সদস্য তারা আউলিয়া খাতুনকে ওই মসজিদ গেটে থাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।
একই স্থান থেকে স্বর্ণের আরেকটি চেন খোয়া যাওয়া জেলা শহরের ধুনচি গ্রামের সুজন মন্ডলের স্ত্রী সেতু খাতুন বলেন, ভীড়ের মধ্যে তারসহ আরো বেশ কয়েক জনের স্বর্ণের চেন চুরি হয়েছে। শহরের লক্ষিকোল গ্রামের গোলাপ আলী মোল্লার ছেলে মুক্তার মোল্লা বলেন, ভীড়ের মাঝে তারও পকেট থেকে ১ হাজার ৭ শত টাকা চুরি হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, হাতে নাতে নারী চোর চক্রের আউলিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাফিয়া খাতুন বাদী হয়ে আউলিয়া খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়