ঘাটের ৫০ মিটার এলাকা বিলীন, দৌলতদিয়ায় পদ্মার ভাঙনে হুমকিতে লঞ্চঘাটসহ বহু স্থাপনা-

- Update Time : ১১:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ২৭ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে তীব্র স্রোত অব্যাহত রয়েছে। এতে করে দেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া লঞ্চঘাট ও সংলগ্ন এলাকা চরম হুমকির মুখে পড়েছে।
বুধবার(১৮ আগস্ট) ভোর থেকে লঞ্চঘাট এলাকায় আবারো ভাঙন শুরু হয়েছে। ভাঙনে লঞ্চঘাট এলাকার প্রায় ৫০মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।
গত কয়েকদিন ধরে এ এলাকায় পদ্মার তান্ডব চলছেই। ইতিমধ্যে পদ্মার ভাঙনে লঞ্চঘাটের পন্টুন একাধিকবার স্থানান্তর করা হয়েছে।এছাড়া ঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়ার অর্ধশত পরিবার গৃহহারা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ভাঙন ঝুঁকিতে থাকায় আরো বেশকিছু অসহায় পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। এছাড়া হুমকির মধ্যে রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাটের অবশিষ্ট অংশ, পাকা সড়ক,দোকানপাট,হোটেল, শতাধিক বাড়িঘরসহ বহু স্থাপনা। ইতিপূর্বে গত কয়েকদিন আগের ভাঙ্গনে প্রথম দফায় ১০টি বসত বাড়িসহ প্রায় ১৫০মিটার, দ্বিতীয় পর্যায়ে ৩০মিটার, তৃতীয় পর্যায়ে আরো ৩০মিটার এলাকা পদ্মার তান্ডবে নদী গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, বুধবার মাঝরাত থেকে পদ্মা নদীর লঞ্চঘাট এলাকায় আবারো ভাঙন শুরু হয়। বেশ কিছুদিন পূর্বে কোটি টাকা ব্যায়ে অপিরিকল্পিত ভাবে জিও টিউব দিয়ে ভাঙন রক্ষার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রক্ষায় সেগুলো কোন কাজেই আসেনি। এ অবস্হায়যে কোন সময় লঞ্চঘাটটি বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন স্হানীয় বাসিন্দা ও ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লঞ্চঘাটটি মুলত চরম হুমকির মধ্যে রয়েছে। এভাবে নদী ভাঙতে থাকলে যেকোন সময় লঞ্চঘাট বন্ধ হয়ে যেতে পারে। আসলে এখানে লঞ্চঘাট স্থাপন করার মতো কোন জায়গা না থাকায় ঝুঁকির মধ্যে লঞ্চঘাট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কয়েকদিন আগে দৌলতদিয়ার ভাঙন এলাকা পরিদর্শনে করে গেছেন বলে তিনি জানান।
দৌলতদিয়ার স্হানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বলেন, ভোর থেকে লঞ্চঘাট এলাকার বেশ কিছু অংশের জিও টিউব ব্যাগসহ পানির নিচে ধসে গেছে। এটি দ্রুত রোধ করা না গেলে যে কোন সময় ঘাটসহ বহু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, ভাঙনের কথা শুনেছি। পরিস্থিতি দেখে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়