রাজবাড়ীর নদী তীর রক্ষা বাঁধের আরো ৮০ মিটার এলাকার সিসি ব্লক পদ্মায় বিলীন –

- Update Time : ১০:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ৩৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের গোদার বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন থেকে নদী তীর রক্ষায় সিসি ব্লাক দিয়ে কাজ করা হলেও তা আড়াই মাস না গড়াতেই ধ্বসে যেতে শুরু করেছে। ইতোমধ্যে ৮টি স্থানের প্রায় ৬ শত মিটার এলাকার সিসি ব্লক নদী গর্ভে চলে গেছে। নতুন করে গত সোমবার দু’স্থানের ৮০ মিটার ধ্বসে গেছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, রাজবাড়ী শহর রক্ষায় পদ্মা নদীর তীর স্থায়ী ভাবে সংরক্ষণ কাজ হয়েছে ৭ কিলো মিটার এলাকায়। ২০১৮ সালে শুরু হওয়া শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ হয় চলতি বছরের ৩১ মে। তবে তাদের সিসি ব্লক ও বালু ভর্তি বস্তা ডাম্পিং কাজ এখনো বাকি রয়েছে। এ বর্ষ মৌসুম গেলে ওই সিসি ব্লক ও বালু ভর্তি বস্তা ডাম্পিং করার কথা। অথচ তার আগে প্রায় ৬ শত মিটার এলাকার সিসি ব্লক ধ্বসে গেছে। এ কাজে ব্যয় হয়েছে ৩৭৬ কোটি টাকা। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল খুলনা শিপ ইয়ার্ড।
তবে নদীতে পানি বৃদ্ধি, তীব্র ঘূণীয়মান ¯্রােতের কারনে তীর প্রতিরক্ষা বাঁধের সোনাকান্দর, চর সিলিমপুর ও গোদার বাজার এলাকায় সিসি ব্লকে বাঁধানো প্রায় ৮০ মিটার এলাকা ধ্বসে গেছে। সোনাকান্দরে রাজবাড়ী শহর রক্ষা বেড়ি বাঁধের মাত্র ১০ মিটারের মধ্যে ভাঙ্গন চলে এসেছে গত আড়াই মাসে ৪ বারে তীর প্রতিরক্ষা বাঁধের ৮টি স্থানে ৫ শত ৬০ মিটার ও সোনাকান্দর, চর সিলিমপুর ও গোদার বাজার এলাকার প্রায় ৮০ মিটার সহ প্রায় সাড়ে ৬ শত মিটার সিসি ব্লক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে বেড়ি বাঁধ, নদী তীরে বসবাসরত কয়েক শত পরিবার, স্কুল, মসজিদসহ বিভিন্ন স্থাপনা এখন ভাঙ্গন হুমকিতে পরেছে। বার বার ভাঙ্গনের কবলে পরে পুরো তীর প্রতিরক্ষা বাঁধ বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানিয়েছেন, পদ্মা নদীর এ অংশে নদী চওরা প্রায় ২ হাজার ২ শত মিটার। এর মধ্যে ১ হাজার ২ শত মিটার চওরা স্থানে রয়েছে ৫ কিলো মিটার লম্বা চর। গত কয়েক বছরে পলি মাটি ও বালু জমে ওই চর আরো বেশি উচু এবং মজবুত হয়েছে। নদীর মূল গভীরতার ৫ শত মিটার স্থান চলে এসেছে রাজবাড়ী শহর সংলগ্ন গোদার বাজার প্রন্তে। এর ফলে নদী ক্রমশ তার গতিপথ পরিবর্তন করে শহর মুখি হচ্ছে। এ ভাঙ্গন প্রতিরোধ করতে হলে ওই চর অপসারণ করে নদীর গতিপথ মাঝ পদ্মায় নেয়া জরুরী। আর তা না হলে এ ভাঙ্গন রোধ করা কষ্ট কর।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অংকুর জানিয়েছেন, গত মাসের ২৬ তারিখ থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন নির্মিত প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থান ভাঙ্গনের কবলে পড়ে। ভাঙ্গন ঠেকাতে সে সব স্থানে বালু ভর্তি জিও টিউব ও বস্তা ফেলে ভাঙ্গন রক্ষা কাজ চলমান রয়েছে। ভাঙ্গন রোধের এ পর্যন্ত জিও ব্যাগ ও জিও টিউবের প্রায় ৩৫ হাজার বস্তা ফেলা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়