রাজবাড়ীর পাঁচুরিয়ায় মাটির পরিবর্তে বালু দিয়ে রাস্তা সংস্কার, ৫ লাখ টাকা জলে যাবার সম্ভবনা –

- Update Time : ১১:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জনসাধারণের চলাচলে দূর্ভোগ কমাতে মাটি ফেলে রাস্তা উন্নয়নের কথা থাকলেও তা মানা হয়নি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নে। সেখানে কোন রকমে বালু ফেলে “কাজ শেষ” বলে ৫ লাখ টাকা তুলে নেয়ার দাবী করেছেন স্থানীয়রা।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের সারেংবাড়ী এলাকার হুজুর বাড়ী থেকে জনৈক বিল্লালের বাড়ী পর্যন্ত প্রায় আধো কিলো মিটার কাঁচা রাস্তার উন্নয়নের জন্য ফরিদপুরের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা তার নিজস্ব কাবিখা’র বরাদ্দ থেকে ৫ লাখ টাকা প্রদান করেন। মাটি দ্বারা উন্নয়নের জন্য কাজটি করতে সেখানে স্থানীয় সংগীত শিল্পী জয়নুল আবেদীন মাষ্টারকে সভাপতি এবং গাজী বিল্লাল হোসেন ও শামসুল হককে সদস্য করে প্রকল্প বাস্তবায়ন কমিটিও করে দেন। গত জুন মাসে কাজটি শেষও করে ওই কমিটি। গত শনিবার বিকালে ওই রাস্তাটি দেখতে যান এমপি সালমা চৌধুরী রুমা। তিনি তার ফেসবুক পেজে রাস্তা পরিদর্শনের ছবি প্রকাশ করেন।
ওই ছবি গুলো দেখে এবং এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, ওই রাস্তার উন্নয়নের ফেলা হয়নি মাটি। ভরাট বালু ফেলে কোন রকমে জোড়াতালি দিয়ে রাস্তার কাজ শেষ করে টাকা তুলে নেয়া হয়েছে। ওই কাজ শেষের এক মাস না গড়াতেই বৃষ্টির পানিতে বালু ধুয়ে যেতে শুরু করেছে। ভেঙ্গেও গেয়ে কিছু অংশ। স্থানীয়দের দাবী স্বল্প সময়েই এই রাস্তা পূর্বের চাইতে খারাপ অবস্থায় পৌছাবে। হবে খানাখন্দ এবং চলাচলের অনুপোযোগি। বৃষ্টির সময় কাঁদা না হলেও শুষ্ক মৌসুমে এ রাস্তায় যানবাহনতো দুরের কথা পায়ে হেঁেটও চলাচল করা দূরহ হবে। কারণ বালু মাটির উপর দিয়ে কখনো হাঁটা চলা করা যায় না।
বালু দ্বারা উন্নয়নের কথা স্বীকার করে ওই রাস্তার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাষ্টার জানিয়েছেন, রাস্তাটি অনেক সুন্দর ভাবে তৈরী করা হয়েছে। ১০ ফুট চওড়া ও আড়াই ফুট উচু করে বালু ফেলা হয়েছে। দু’পাশে ঘাসের চাপাও লাগনো হয়েছে। তবে মাটির পরিবর্তে কেন বালু দিয়ে কাজ করা হয়েছে, এ প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, মাটি পাওয়া না যাওয়ায় তারা বালু ব্যহার করেছেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রকৌশলী বিজয় কুমার জানিয়েছেন, বালু ধয়ে যাবার সম্ভবনা থাকলেও তারা দেখভালো করবেন, যাতে রাস্তাটা দ্রুত নষ্ট না হয়ে যায়।
এ প্রসঙ্গে রবিবার বিকালে সালমা চৌধুরী রুমা এমপি জানিয়েছেন, তিনি ওই রাস্তা পরিদর্শনে গিয়ে দেখেছেন, রাস্তাটি বালু দিয়ে তৈরী করা হয়েছে এবং তিনিও প্রশ্ন করেছেন, মাটি দিয়ে কেন রাস্তাটা তৈরী করা হলো না ? যাদের দেখভালো করার কথা ছিলো তারা গাফলতি করেছে। তিনিও তাদের কাছে কৈইফিয়ত চাইবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়