রাজবাড়ীর সাবেক এমপি ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম আর নেই –

- Update Time : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকার সময় জাহানারা বেগমের সহকারী একান্ত সচিব আবদুল মুকিত সাংবাদিকদের বলেন, ‘উনি সকাল ৭টার দিকে রাজধানীর বসুন্ধরার নিজ বাসায় বাথরুমে পড়ে গেলে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টায় চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।’ এক বছর যাবৎ জাহানারা বেগম স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমার স্বামী পিডিবির প্রকৌশলী আহমেদ মোস্তফা ১৯৮৬ সালে মারা যান।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বড় ছেলে দেশে ফিরলে তাঁকে শাহজাহানপুরের কবরস্থানে দাফন করা হবে বলে জানায় তাঁর পরিবার। জাহানারা বেগম বিএনপির যুব মহিলা দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি ছিলেন। পঞ্চম জাতীয় সংসদ মহিলা সংরক্ষিত আসনে এবং ষষ্ঠ জাতীয় সংসদে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন অধ্যাপক জাহানারা বেগম। ২০০৬ সালে দলের স্থায়ী কমিটির সদস্য অলি আহমদের নেতৃত্বে জাহানারা বেগমসহ একটি অংশ বিএনপি থেকে পদত্যাগ করেন। পরে তাঁরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি গঠন করেন। যার প্রতিষ্ঠাকালীন মহাসচিবও ছিলেন জাহানারা বেগম। পরে তিনি এলডিপি ছেড়ে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে গঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কো-চেয়ারম্যান হিসেবে যোগ দেন।
তার মৃত্যুতে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অধ্যাপিকা জাহানারা বেগম বরেণ্য রাজনীতিক ও জয়েন্ট বেঙ্গল পার্লামেন্টের সাবেক সদস্য রাজবাড়ী জেলা শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা আহম্মদ আলী মৃধার ছেলে দেশের বিশিষ্ঠ প্রকৌশলী আহম্মদ মর্তফা চুন্নুর সহধর্মীণি ছিলেন। জাহানারা বেগম সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, বেগম খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা থাকাকালিন সময়ে রাজবাড়ীতে দেশের একমাত্র জাতীয় এ্যাক্রোবেটিক সেন্টার, রাজবাড়ী জেলা গণগ্রস্থাগার, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী, সদর উপজেলার বাগমারা-ধাওয়াপাড়া সড়ক, আহম্মদ আলী মৃধা কলেজ, মাজবাড়ী অধ্যাপিকা জাহানারা বেগম কলেজসহ জেলার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়