রাজবাড়ীর পৌর মেয়র তিতু’র ব্যতিক্রমী উদ্যোগ: দরিদ্ররা পাচ্ছেন তরকারীর প্যাকেট –

- Update Time : ০৮:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চলমান করোনা মহামারীতে মানুষকে ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। তিনি পৌর এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচা তরি তরকারী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী বাজারের তরকারী আড়ৎপট্টিতে ৬ কেজি পরিমান প্রতিটি প্যাকেট তৈরী করার পর নিজের ব্যবহৃত গাড়ী এবং অটোরিকশায় তুলে তা নিয়ে যান তিনি শহরের ১ নং ওয়ার্ডে বিন্দুপাড়া, ধুনচী ও ২৮ কলোনী এলাকায়। ওই সব পয়েন্টে আগত তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তিনি আলু, পটল, বেগুন, মরিচ, ঝিঙ্গা, কাঁচা কলাসহ অন্যান্য তরি তরকারির ব্যাগ তুলে দেন। আগতরা করোনা মেয়রের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।
এ প্রসঙ্গে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, ইতোপূর্বে সরকারী ভাবে দরিদ্র পরিবারকে চাউল প্রদান করা হয়েছে। যে কারণে তিনি তার ব্যক্তি উদ্যোগে আলু, পটল, ঝিঙ্গা, কাঁচা কলাসহ অন্যান্য তরি তরকারি প্রদানের কার্যক্রম শুরু করেছেন। পর্যায়ক্রামে ৯টি ওয়ার্ডেই তিনি এ কার্যক্রম পরিচালনা করবেন। তার চাওয়া করোনার এই মহামারিতে মানুষ ঘরেই যাতে অবস্থান করে। আর সেই কারণে তার এই সবজি বিতরণ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়