করোনার “নতুন উপসর্গ ”গুলো জানেন কী ? –
- Update Time : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রথম দফার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা লেগেছে বাংলাদেশে। এবারে একটু জোরেই অনুভূত হচ্ছে সেই ধাক্কা। এতে সবচে ভয়াবহ অবস্থায় দক্ষিণ এশিয়া। ভারতে শুরু হয়েছে মৃত্যুর মিছিল। বাংলাদেশও পিছিয়ে নেই। গত ২৪ ঘন্টায় (২৫ তারিখ সকাল পর্যন্ত) আর ১০১ জন মানুষের মৃত্যু হয়েছে।
দ্বিতীয় ধাক্কায় এত বেশি মানুষ মারা যাওয়ার অনেকগুলো কারণ; তার বড় কারণ হলো করোনার নতুন ভেরিয়েন্ট বা ধরণ। এই ধরণটি অনেক বেশি আক্রমনাত্মক ও বিধ্বংসী। ইদানিং নতুন করোনার উপসর্গুলোও বদলে গেছে। পুরাতন উপসর্গের সঙ্গে যোগ হওয়া নতুন উপসর্গগুলোও রাজবাড়ী বার্তার পাঠকদের জন্য দেওয়া হলো।
রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন আগের উপসর্গগুলোর সঙ্গে আরও ১১ ধরনের উপসর্গ যুক্ত হয়েছে। আর এ ধরনের উপসর্গের একাধিক আপনার মধ্যে দেখা দিলে দ্রুত পরামর্শ নিতে হবে। নতুন উপসর্গুলো:
১. জিহ্বা ফোলা ২. বুকে হালকা ব্যথা ৩. চোখ জ্বালাপোড়া ৪. হাত ও পায়ের রক্ত ফ্যাকাশে হয়ে যাওয়া ৫. হাতের তালুতে জ্বালাপোড়া ৬. মাথা ব্যথা ৭. গলা ব্যথা ৮. পায়ের তালুতে লালচে ভাব ৯. ডাইরিয়া ১০. মুখে ঘা কিংবা ১১. চামড়ায় ফুশকুনি ওঠা।
এছড়া আগে উল্লেখিত উপসর্গুলো যেমন; ১. জ্বর (৯৯ ডিগ্রী বা তার বেশি), ২. শুকনা কাশি ৩. গলা ব্যাথা ৪. শ্বাসকষ্ট ৫. দুর্বলতা ৬. শরীর খারাপ লাগা ৭. সর্দি ভাব ৮. বুক ব্যাথা ৯. মাথা ব্যাথা ১০. পাতলা পায়খানা বা ডায়রিয়া ১১. মুখে স্বাদ না থাকা ১২. নাকে গন্ধ না পাওয়া ইত্যাদি থাকলে কিংবা এর অন্তত দু’টো উপসর্গ থাকলেও দ্রুত করোনা পরীক্ষা করতে হবে।
পরীক্ষা করার জন্য যোগাযোগ করতে হবে: রাজবাড়ী সদর হাসপাতালে।
এছাড়াও আরও কিছু জানার থাকলে যোগাযোগ করতে আপনার মোবাইল ফোন থেকে এই নম্বরগুলো ডায়াল করতে পারেন।
জাতীয় কল সেন্টার- ৩৩৩-১
স্বাস্থ্যবাতায়ন- ১৬২৬৩
কোভিড-১৯ টেলিহেলথ- ০৯৬৬৬৭৭৭২২২
কমিউনিটি সাপোর্ট টিম- ০৯৬৬৭৭৭১৭১
মা টেলিহেলথ- ০৯৬৬৬৮৮৮৮৮৮
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়