এন্টি টেরিরিজম ইউনিটের এডিশনাল ডিআইজি সালমা বেগম –
রাজবাড়ী বার্তা ডট কম :
এন্টি টেরিরিজম ইউনিটের এডিশনাল ডিআইজি হিসেবে যোগদান করেছেন, রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার সালমা বেগম। গত ২৪ ফেব্রুয়ারী তিনি রাজধানী ঢাকার বারিধারায় অবস্থিত এন্টি টেরিরিজম ইউনিটে (এটিইউ) যোগদান করেন।
সদ্য যোগদান করা এন্টি টেরিরিজম ইউনিটের এডিশনাল ডিআইজি সালমা বেগম রবিবার রাতে রাজবাড়ী বার্তা ডট কম-এর সম্পাদককে জানান, ২০১৯ সালের ১৮ আগষ্ট পদোন্নতী পেয়ে তিনি রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। সেখান থেকে সাম্প্রতি তাকে ঢাকায় বদলী করা হয় এবং গত ২৪ ফেব্রুয়ারী এন্টি টেরিরিজম ইউনিটে এডিশনাল ডিআইজি হিসেবে যোগদান করেন। তিনি সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেছেন।
জানাগেছে, কিশোর, তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টির বিষয়টিকে প্রধান টার্গেট করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গিবাদবিরোধী পুলিশের বিশেষায়িত সংস্থা ‘অ্যান্টি টেররিজম ইউনিট’।