বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে “ঢাকা ম্যারাথন” প্রতিযোগিতা অনুষ্ঠিত –

- Update Time : ০৭:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে কবুতর ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
সে সময় এ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ২ হাজার ২শত জন নারী ও পুরুষ রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক হয়ে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের এসে সমবেত হন। পরে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতার বিজয়ীরা হলো, মোঃ আমিন মন্ডল (১ম), মোঃ তাসিন খান (২য়), মোঃ জেসান সরদার (৩য়), রেদোয়ান শাহরিয়ার (৪র্থ), মহিরউল্লাহ স্বাধীন (৫ম), ইউনুস ব্যাপারী (৬ষ্ঠ), উজ্জল ঢালি (৭ম), মাহমুদ হাসান (৮ম), মোঃ রাব্বি মন্ডল (৯ম) ও ইমন (১০ম) স্থান অধিকার করে।
প্রতিযোগিতা চলাকালিন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস কর্মী ও স্কাউটস সদস্যরা অংশ গ্রহণকারীদের নিরাপত্তায় কাজ করেন। সে সময সড়কের দু’পাশে সাধারণ মানুষ অংশ গ্রহণকারীদের স্বাগত জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়