ভাগ্যের চাকা খুললো রাজবাড়ীর ৭৬০ গৃহহীন পরিবারের –
- Update Time : ১০:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিববর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রাজবাড়ীর ৭৬০ জন গৃহহীন পরিবার পাচ্ছে মুজিববর্ষের ঘর। ইতোমধ্যে ৬৩১ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। যা আগামী ২৩ জানুয়ারী উপকারভোগীদের কাছে ঘর গুলোর চাবি হস্তান্তর করা হবে।
বৃহম্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গৃহহীনদের ঘর প্রদান উদ্বোধনের লক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক দিলসাদ বেগম।
সে সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহম্মদ আশেক হাসান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ জেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
জানাগেছে, জেলায় ১২ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ৭৬০ টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১২০টি, পাংশায় ১০০টি, কালুখালীতে ৪০টি, বালিয়াকান্দিতে ৭০টি ও গোয়ালন্দে ৪৩০টি রয়েছে। ইতোমধ্যে ৬৩১ টি ঘর নির্মাণ করা হয়েছে এবং বাঁকী ঘর গুলো দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করে উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়