রাজবাড়ীর মুরাদের লেখা গান শিল্পী লায়লার কণ্ঠে, “শ্রেষ্ঠ শিল্পী – লোক সঙ্গীত” ক্যাটাগরিতে –

- Update Time : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আপনারা জেনে খুশি হবেন যে আমাদের রাজবাড়ী পাংশার বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রয়াত হাই ভাইয়ের বড় ছেলে আমাদের রাজবাড়ি কৃতি সন্তান মাহমুদ মুরাদ (সাবেক জেলা প্রশাসক) সরকারী চাকুরীর পাশাপাশি গান লিখে থাকেন। এবারে তার লিখা একটি গান বর্তমান সময়ের আলোচিত গায়িকা লায়লার সুরে বেশ সাড়া ফেলেছে।
গানটি দেশের অন্যতম প্রধান সঙ্গীত বিষয়ক সম্মাননা “ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০” এর “শ্রেষ্ঠ শিল্পী – লোক সঙ্গীত” ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে “প্রাণনাথে ভুলিয়া রয়” গানটির জন্য। সুর করেছেন পাগল হাসান এবং সংগীতায়জন করেছেন এন এইচ শিহান।
যেহেতু এই আয়োজনে, আপনারা আপনাদের মূল্যবান এস এম এস -এর মাধ্যমে আপনাদের প্রিয় শিল্পীকে সমর্থন করতে পারবেন। তাই মাহমুদ মুরাদের লিখা গান আপনাদের ভালো লাগলে এস এম এস করতে চাইলে, মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখতে হবেঃ OCMA BFS 01 – এর পর ২৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে..যত খুশী ততবার, ৩০ নভেম্বর পর্যন্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়