‘টেলিভিশন সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি’ নামে সংক্ষিপ্ত কোর্স-এর আয়োজন –

- Update Time : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক:
প্রিয় পাঠক, শুভেচ্ছা জানবেন। আশা করি, সকলে এই কঠিন করোনাকালেও ভালো আছেন। যারা আক্রান্ত হয়েছেন বা হয়েছিলেন তাদের প্রতি অনুরোধ নিজের যতœ নেবেন।
প্রিয় পাঠক, আপনাদের ভালোবাসায় ‘রাজবাড়ী বার্তা’ ষষ্ঠ বছর পার করে সপ্তম বছরের পথে। কোন রকম কৃত্রিম কারিগরি চেষ্টা (বুষ্টিং) ছাড়াই আমরা প্রায় সাড়ে ২২ হাজার নিয়মিত পাঠক এবং সাড়ে ২৩ হাজার ফ্লোয়ারের কাছে পৌছাতে পেরেছি। সব মিলিয়ে ৫০ টি দেশের লাখো রাজবাড়ীবাসীর কাছে আমাদের সংবাদ পৌছায় প্রতিদিন। আমরা গর্বিত। আমরা, উচ্ছসিত, আনন্দিত।
রাজবাড়ী বার্তা’র ধারবাহিকতায় আমরা ‘টিভি রাজবাড়ী’ নামের একটি ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করছি। আশা করছি, আমাদের চ্যানেলটিও আপনাদের মন জাত করতে পারবে।
প্রিয় পাঠক, আমরা এবার টিভি রাজবাড়ীর আদলও বদলে ফেলতে চাই। সেই চেষ্টা চলছে। সেই উদ্দেশ্য এবং জেলার নতুন প্রজন্মকে টেলিভিশন সাংবাদিকতার প্রাথমিক ধারণা দেওয়া লক্ষ্য নিয়ে ‘রাজবাড়ী বার্তা’ আয়োজন করছে ‘টেলিভিশন সংবাদ ও প্রেজেন্টেশন পরিচিতি’ নামের সংক্ষিপ্ত কোর্স। অল্প ক’জনার জন্য এই আয়োজন। ফলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই কোর্সে জায়গা হবে।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন-
সম্পাদক, রাজবাড়ী বার্তা: ০১৭১২-৮৪০৮১৫
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়