চুরি হওয়া ফোন ফিরে পেয়ে কাঁদলেন কলেজ ছাত্রী:এসপি’র প্রতি কৃতজ্ঞতা –

- Update Time : ০৮:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বহু কষ্টে অর্থ জমিয়ে একটি শাওমি মোবাইল ফোন কিনেছিলেন রাজবাড়ী জেলা শহরের রেলের মাঠ এলাকার বাসিন্দা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী মোমিনা খাতুন। তবে শখের সে ফোনটি তিনি তার কাছে রাখতে পারেননি। ২০১৯ সালের ১৪ জুন চোরেরা তার ফোনটি চুরি করে নিয়ে যায়। এমনি অবস্থায় ওই ফোনটি ফেরৎ পাবার আশায় রাজবাড়ী থানায় করেছিলেন তিনি সাধারণ ডায়রী। তবে মাসের পর মাস গত হলেও ফোনের কোন হদিস পাননি তিনি।
এক সপ্তাহ পূর্বে হঠাৎ করেই তিনি রাজবাড়ীর পুলিশ সুপার মিজিানুর রহমান পিপিএম-এর ফোসবুকে চুরি যাওয়া ফোনটি ফেরৎ পাবার আকুতি প্রকাশ করেন। পুলিশ সুপারও তার কথার গুরুত্ব দেন এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি চুরি হওয়া ওই ফোনটি উদ্ধার করেন। সেই সাথে ওই ফোনটি তিনি আনুষ্ঠানিক ভাগে গত শনিবার দুপুরে মোমিনা খাতুনের হাতে তুলে দেন। যদিও চুরি যাওয়া মোবাইলটি ফিরে পেয়ে কেঁদে ফেললেন তিনি এবং রাজবাড়ীর এসপি’র প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
এ ফোনটি ফেরৎ দেয়ার পর রাজবাড়ীর পুলিশ মোঃ মিজানুর রহমান পিপিএম তার ফেসবুক পেজে লিখেছেন, আরেকটি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পারলাম। মোবাইলের মালিক মোমেনা খাতুন রাজবাড়ী শহরের বাসিন্দা। তিনি স্নাতক একজন ছাত্রী। নিজে পড়াশুনার পাশাপাশি একটি মার্কেটিং ফার্মে কাজ করেন। প্রকৃত অর্থেই তিনি জীবনের সাথে সংগ্রাম করে চলেছেন। অনেক কষ্টে সৃষ্টে একটি শাওমী মোবাইল ফোন কিনেছিলেন। সেই ফোনটিই চুরি হয়ে যায়। অত:পর তিনি চোখে অন্ধকার দেখতে থাকেন। স্বল্প বেতনের চাকুরী থেকে অর্জিত আয়ে পড়াশুনার খরচ চালানোর পাশাপাশি তাকে তার পরিবারকেও সাহায্য করতে হয়। এমন অবস্থায় আবার একটি ফোন কিনতে পারা তার জন্য পর্বত আরোহনের মতোই একটি সংগ্রাম। রাজবাডী জেলা পুলিশ এই মেয়েটিকে তার চুরি যাওয়া ফোনটি ফিরিয়ে দিতে পেরে সত্যিই তৃপ্ত। পুলিশের সব সাফল্যেই এমন তৃপ্তি পাওয়া যায় না। যেটা আমরা পেয়েছি মেয়েটির চোখের ভাষা দেখে…..।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়