রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ২৮ সে: মি: ওপরে: ফের বিপদে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের বাসিন্দারা –

- Update Time : ০৮:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ৪৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এর ফলে প্রতিদিনই পদ্মার নি¤œাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে নি¤œাঞ্চলেল ১১ টি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে শতশত হেক্টর ফসলী জমির ফসল এবং কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ২৪ সেন্টি মিটার।
গত সোমবার পদ্মার পানি বিপদ সীমার ৪ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার ২৪ সেন্টি মিটার বেড়ে তা বিপদ সীমার ২৮ সেন্টি মিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। গত কালের চাইতে পদ্মায় আজ পানি বেড়েছে ২৪ সেন্টি মিটার বেশি। মঙ্গলবার গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশনে ৮.৯৩ পয়েন্ট অর্থাৎ বিপদ সীমার ২৮ সেন্টি মিটার উপরদিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা এবং অতি বৃষ্টির কারনেও পদ্মার পানি বেড়ে নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে।
প্রতিদিন পানি বাড়তে থাকায় পদ্মার নি¤œাঞ্চল আবাদী ধান,ধানের বীজ তলা,পাট,সবজি, সহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট হচ্ছে। গত দু’সপ্তাহ আগে পানিতে তলিয়ে প্রায় জেলার ৪ শত হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়েছিল। তবে চলতি সপ্তাহের প্রথমে আবার পদ্মায় পানি বাড়ার কারনে আবার ফসলী জমির ক্ষেত তলিয়ে যাওয়ার কারনে নষ্ট হয়ে যাচ্ছে। নতুন করে পানি বাড়ায় নি¤œাঞ্চলের পাংশা ,কালুখালী,সদর ও গোয়ালন্দ এ ৪টি উপজেলার,হাবাসপুর,বাহাদুরপুর, রতনদিয়া, কালিকাপুর, খানগঞ্জ, চন্দনী, মিজানপুর, বরাট, ছোটভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া সহ এ ১১ টি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০ টি এলাকা প্লাবিত হয়েছে। এতে মাছ চাষের ঘের তলিয়ে গেছে, ফসলী জমি ও বাড়ি ঘরের আঙ্গিনায় পানিতে তলিয়ে জন মানুষের ভোগান্তি তৈরী হয়েছে।
ফসলী জমিতে ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় বিপাকে পরেছেন চাষিরা। পরেছেন গবাদি পশুর খাবার সংকটে। সবখানে পানি ওঠায় তারা ক্ষেত থেকে গবাদি পশুর খাবারের যোগান দিতে পারছেন না। চারিদিকে পানিতে তলিয়ে যাওয়ার কারনে কাজ না থাকায় ঘরে বসে থাকতে হচ্ছে প্লাবিত অঞ্চলে মানুষদের। তাদের এখন কোন কাজ না থাকায় অলস সময় পার করছেন ঘরে বসে। আয় না থাকায় কষ্টে চলছে তাদের পরিবার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়