বালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ একজন গ্রেফতার –

- Update Time : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৪৭ Time View
SAMSUNG CAMERA PICTURES
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তি রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমের নির্দেশনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। ডাকাতির প্রস্তুতি কালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ এলাকার ডাকাতের সহযোগী আবুল খায়েরের ছেলে কামরুলের বাড়ীর পাশ থেকে কাউন্নাইর গ্রামের ওমর আলী মিয়ার ছেলে লিটন মিয়া (২৬) কে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ১০-১৫জন পালিয়ে যায়। সেখান থেকে একটি পিস্তল, ইয়ার গানের ১৫৮ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি ছুরি, ২টি ল্যাবটব, ১টি এ্যাপাসী মোটর সাইকেল, একটি হ্যাংক মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এব্যাপারে বালিয়াকান্দি থানার এস,আই মাসুদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত লিটন মিয়া ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ও তার ১০-১৫জন সহযোগীরা পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়