গণপরিবহনের মাধ্যমে করোনার বিস্তার রোধে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় –

- Update Time : ১১:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গণপরিবহনের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাস বিস্তার রোধে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবীব আব্দুল্লাহ, ডিআইও ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, টিআই আতাউর রহমান, জেলা পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, কোষাধ্যক্ষ কুঞ্জন সরকার, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডি হতে হবে। এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দন্ডে পড়তে পারেন। এছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়